রাজনীতির ময়দানে মডেল মেঘনা আলম
অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মডেল ও মিস আর্থ বাংলাদেশ জয়ী মেঘনা আলম।
ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তার প্রার্থিতার কথা জানান এবং নির্বাচিত হলে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
মেঘনা আলম জানান, তিনি ঢাকা-৮ এলাকাকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন, যাতে নারীরা পথ চলাচলের সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার না হন।
এছাড়া এলাকায় একটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহার করতে পারেন। পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকেও তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিও এই আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে মেঘনা আলম কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
বিআলো/শিলি



