রাজনৈতিক অস্থিরতায় সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী
dailybangla
12th Dec 2025 3:48 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: কম্বোডিয়ার সঙ্গে টানটান সীমান্ত পরিস্থিতির মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল অকালেই সংসদ ভেঙে দিয়েছেন। নতুন ডিক্রি অনুযায়ী আগামী ৪৫-৬০ দিনের মধ্যেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আনুতিন জানান, সংখ্যালঘু সরকার হিসেবে নানা রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে উঠেছে। সীমান্তে সংঘর্ষ, বন্যা মোকাবিলায় ব্যর্থতা ও অভ্যন্তরীণ অস্থিরতা সরকারের স্থিতিশীলতা নষ্ট করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তাকে সমর্থন দেওয়া বড় রাজনৈতিক শক্তি পিপল’স পার্টি সরে দাঁড়ানোয় সরকার আরও দুর্বল হয়ে পড়ে। সংবিধান সংস্কারসহ বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দলটি সমর্থন প্রত্যাহার করে নেয়। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



