রাজশাহী এলজিইডি ভবনে দুদকের হানা
নজরুল ইসলাম জুলু, রাজশাহী: রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে এক্সট্রা কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে। আমরা অফিসে নথিপত্র যাচাই করলাম, ঘুষের বিষয়ে তাৎক্ষণিক প্রমাণ পাই নি। তবে প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার কাজ পেলেও অন্য লোক কাজ করছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এ অনিয়ম হচ্ছে।
তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী একটা কাজ যে ঠিকাদার পাবেন তারই দায়িত্ব কাজটা শেষ করা। কিন্তু তিনি যখন তৃতীয় বা চতুর্থ ব্যক্তি দিয়ে করাচ্ছেন সেখানে অনিয়মের সুযোগ থেকে যায়। তাই কাজ হস্তান্তরটা অপরাধের মধ্যেই পড়ে। এ ধরনের অভিযান যেহেতু কেন্দ্রের নির্দেশনা মোতাবেক করি, তাই বলতে পারবো না যে কবে নাগাদ আবার এ অভিযান হবে।
এর আগে দুদক সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশী করেন ও খোঁজখবর করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়-ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করা অভিযোগ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
বিআলো/শিলি



