• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহী নগরীর শীর্ষ সন্ত্রাসী হোসেন আলীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন 

     dailybangla 
    24th Feb 2025 5:58 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহী নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও গত ৫ আগষ্টে প্রকাশ্যে গুলি চালানো হোসেন আলী ও তার আশ্রয়দাতা জুয়াড়ী কালু তানজীরকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স শাহরিন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মাহমুদ হাসান শিশিল। এসময় তার বিরুদ্ধে করা মিথ্যাচারেরও প্রতিবাদ জানান।

    আজ সোমবার (২৪ /০২/২০২৫) রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান বলেন, নগরীর চন্ডিপুর এলাকার সুলতান আলীর পুত্র ও আমার সাবেক কর্মচারী হোসেন আলী আমার প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে কর্মরত ছিলেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কুখ্যাত সন্ত্রাসী রুবেলের ঘনিষ্ঠ সহযোগী। কর্মরত অবস্থায় হোসেন আলী একাধিকবার রুবেলকে নিয়ে আমার কাছে এসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। তার ক্রমাগত চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার কারণে আমি তাকে চাকরি থেকে অব্যাহতি দেই। গত ৫ই আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে হামলার সময় হোসেন আলীকে দুই হাতে আগ্নেয়াস্ত্রসহ গুলি ছুড়তে দেখা যায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। পরবর্তীতে গত ১০ আগস্ট রাতসাড়ে ৯ টায় রেলগেট এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা একটি প্রাইভেট কার তল্লাশি করে হোসেন আলীকে দুই বস্তা দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক করে এবং সেনাবাহিনী ও বিজিবির কাছে হস্তান্তর করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এতো গুরুতর অপরাধমূলক কর্মকা-ের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তিনি জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন। জামিনে মুক্ত হয়ে হোসেন আলী পুনরায় আমাকে হুমকি দিচ্ছে এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এছাড়া সে স্থানীয় যুবদলের কতিপয় নেতা-কর্মী ও পুলিশ প্রশাসনের দুর্নীতিগ্রস্থ একটি অংশ এবং আওয়ামীপন্থী কিছু সাংবাদিকের সহায়তায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২২শে ফেব্রুয়ারি তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে। প্রশাসনের কাছে আমার প্রশ্ন অস্ত্র ও মাদকসহ হাতেনাতে আটক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোড়ার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও কেন হোসেনের মতো একজন অপরাধীর বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

    সংবাদ সম্মেলনে তিনি হোসেন আলীর আশ্রয়দাতা নগরীর ভেড়ীপাড়া এলাকার জুয়াড়ী ইবনে ফাহাদ তানজীর ওরফে কালু তানজীরকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক শফিক মাহমুদ তন্ময়, নিউ গভঃডিগ্রী কলেজের সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, শাহমুখদুম থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল হাসান পরাগ, শাহরিন এন্টার প্রাইজের ম্যানেজার তন্ময় হোসেন, শাহরিন এন্টার প্রাইজের সাবেক ম্যানেজার নাজির হোসেন জীবন, সাইর পুকুর প্রজেক্টের পূর্বের মালিক আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের সাবেক য্গ্মু সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি, সাইর পুকুর প্রোজেক্ট ম্যানেজার নাজমুল হাসান রকি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031