রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী মিলনকে মনোনয়ন, পবা-মোহনপুরে উল্লাসের বন্যা
রাজশাহী ব্যুরো: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়ায় পবা-মোহনপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বর্তমান ও সাবেক মহানগর বিএনপি এবং পবা-মোহনপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিল নগরীর বাটার মোড় থেকে শুরু হয়। মিছিলটি মালোপাড়া, সোনাদিঘী মোড়, মনি চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া হয়ে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “রাজশাহী-৩ আসনে জনপ্রিয় নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ।”
বক্তারা আরও বলেন, “শফিকুল হক মিলন পবা-মোহনপুরসহ কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে সুপরিচিত ও গ্রহণযোগ্য নেতা। কিন্তু কতিপয় ব্যক্তি নাসির হোসেন অস্তিরকে নিয়ে অপরাজনীতি শুরু করেছে। অস্তির কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি তার বাবার পরিচিতি ব্যবহার করে নেতৃত্বে আসতে চান। রাজশাহীর রাজনীতিতে বিভাজন সৃষ্টির চেষ্টা যারা করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”
সভায় নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু (বোয়ালিয়া থানা বিএনপি) এবং প্রধান বক্তা ছিলেন আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি।
সভাপতিত্ব করেন আনসার আলী আনসার, সভাপতি, মতিহার থানা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন—জাকির হোসেন রিমন, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা,আব্দুল মতিন, সাবেক সভাপতি, মতিহার থানা বিএনপি, শওকত আলী, সাবেক সভাপতি, রাজপাড়া থানা বিএনপি, মোজাদ্দেক জামানি সুমন, সাবেক সভাপতি, যুবদল রাজশাহী জেলা, ইকবাল হোসেন দিলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, বোয়ালিয়া থানা বিএনপিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আনন্দ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা এ্যাডভোকেট শফিকুল হক মিলনের সমর্থনে নানা স্লোগান দেন, ফলে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিআলো/তুরাগ



