• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা 

     dailybangla 
    21st Mar 2025 8:29 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) আলী হোসেনসহ নামীয় তিনজনের বিরুদ্ধে আরএমপি কাটাখালি থানায় একটি মামলা হয়েছে। পবার তরফ পারিলা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল কুদ্দুস বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন থেকে আশরাফের মোড় দিয়ে মো. আব্দুল কুদ্দুসের মালবাহী (কাকড়া) যানবাহন চলাচল করে। এতে কাটাখালি থানার রনহাট গ্রামের মৃত হাজী সোহাদ আলীর ছেলে এবং পবা উপজেলা বিএনপির আহবায়ক মো. আলী হোসেন ও তার ছেলে মো. আকাশ (২৭), নলখোলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মো. শাহীন (২২) গাড়ী আটকিয়ে দেয়। পরে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। নইলে হামলা ও মামলা করে ফাসিয়ে দেওয়ার হুমকী দেয়।

    এছাড়াও প্রতিটা গাড়ী থেকে চাঁদা আদায় করে তারা। উপায় না পেয়ে চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারী, ৪ মার্চ ও ১৩ মার্চ ১০ হাজার টাকা করে তিনবারে ৩০ হাজার টাকা চাঁদা হিসেবে গ্রহণ করে। পাশাপাশি প্রতিদিনের জন্য গাড়ী প্রতি ১০০ টাকা করে চাঁদা গ্রহণ করে।

    এরপর ১৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কাটাখালী থানাধীন আশরাফের মোড়ের উত্তর দিকে- ঈদগাহের সামনে রাস্তার উপর আবারো বিবাদীগণসহ অজ্ঞাতনামা ১০ জন দলবদ্ধ হয়ে তার বেশ কয়েকটি কাকড়া গাড়ীর পথরোধ করে গাড়ীর চালকের নিকট চাঁদা দাবী করে। চালকের চাঁদা দিতে দেরি হলে আলী হোসেন চালককে বেধড়ক মারধর করে।

    খবর পেয়ে বিএনপি নেতৃবৃন্দসহ কাকড়া চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে এ বিষয় নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় চাঁদা ও মারপিটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করছেন এলাকার সচেতন ব্যক্তিবর্গ।

    এবিষয়ে কাটাখালি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930