রাজশাহীতে বিচারকের সন্তান হত্যা: সারাদেশে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের
নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের নিরাপত্তা সংকট চরমে পৌঁছেছে উল্লেখ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিচারকদের নিরাপত্তা নিশ্চিতসহ উত্থাপিত দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে আগামী রবিবার থেকে সারাদেশে কলম বিরতি পালন করা হবে। এ সময় বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি চালাবেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“নিরাপত্তাহীনতায় বিচার বিভাগ আজ শোক ও ক্ষোভে স্তব্ধ। বিচারকদের পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিক হামলা বিচারক সমাজকে মর্মাহত ও বিক্ষুব্ধ করেছে।”
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যা—বিচার বিভাগে ক্ষোভের বিস্ফোরণ
বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) ছুরিকাঘাতে নিহত হন এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
অ্যাসোসিয়েশন নিহত তাওসিফের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“প্রকাশ্য দিবালোকে বিচারকের পরিবারের সদস্যকে হত্যা বিচার বিভাগকে হতবাক করেছে—আমরা বাকরুদ্ধ।”
আসামিকে আদালতে না এনে মিডিয়ার সামনে হাজির করায় ক্ষোভ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। বিশেষ করে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ না করে মিডিয়ার সামনে উপস্থাপন করা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত মন্তব্য প্রকাশ করাকে “অপেশাদার আচরণ” হিসেবে আখ্যা দেওয়া হয়।
বিআলো/ইমরান



