• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত 

     dailybangla 
    31st May 2025 7:09 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

    সেই লক্ষ্যে শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তামাকবিরোধী আলোচনা সভায় জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

    এর আগে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

    এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন অধিশাখা) যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু সুফিয়ান, সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে উপস্থিত বক্তারা বলেন- তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যিনি ধূমপান করেন তিনি ক্ষতিগ্রস্ত হন। সেই সঙ্গে অন্যকেও ক্ষতিগ্রস্ত করেন। সেই জন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনে তামাকজাত পণ্যের প্রচার ও বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও কার্যকর বাস্তবায়নের অভাবে তামাক কোম্পানির লোভের মুখে অরক্ষিত হয়ে পড়েছে দেশের তরুণ সমাজ। এছাড়াও সরাসরি তামাক গ্রহণ ও ধূমপানে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ফুসফুসের ব্যাধিসহ মুখ, গলা, ফুসফুস, অগ্ন্যাশয়, মূত্রাশয়, কিডনি, লিভার এবং পাকস্থলীর মতো একাধিক অঙ্গকে প্রভাবিত করে এবং ২০টিরও বেশি ধরনের ক্যানসার রোগ ঘটায়।

    বক্তারা আরও বলেন- ক্যান্সার, হৃদরোগ, হাঁপানি, স্ট্রোক, ডায়াবেটিসসহ বিভিন্ন কঠিন রোগ হয় জানার পরও তামাকের ব্যবহার কমছে না। শুধুমাত্র আইন করে তামাকের ব্যবহার বন্ধ করা যাবে না। এজন্য তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রণে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই শারীরিক চর্চার মাধ্যমে তামাকজাত দ্রব্যকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানানো হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930