রাজশাহীতে ৩ জনের প্রার্থিতা প্রত্যাহার; ভোট যুদ্ধে ২৯ জন
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটারিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতেকরে জেলার ৬ টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, রাজশাহী-১ ( তানোর-গোদাগারী) আসনের সুলতানুল ইসলাম তারেক। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছয়ে এক শতাংশ হারে ভোটারের স্বাক্ষর না থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন ফিরে পান তিনি।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন রাজশাহী -২ সদর আসনের এলডিপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। যাচাই-বাছয়ে তারও মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পান তিনি। অন্যদিকে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ফজলুল করিম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তফসিল অনুযায়ী আগামীকাল(২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
বিআলো/ইমরান



