• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজশাহীর চরাঞ্চলে ভোরের আলো ফুটতেই ‘অপারেশনস্ ফার্স্ট লাইট’ 

     dailybangla 
    10th Nov 2025 12:02 am  |  অনলাইন সংস্করণ

    অস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার ১৩

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা, মানিকের চর, চকরাজাপুর ও আশপাশের চরাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী চক্রের উপর ভোরের আলো ফুটতেই নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

    শনিবার ভোরে ‘অপারেশনস্ ফার্স্ট লাইট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে এসব চক্রের নেটওয়ার্ক টার্গেট করে জেলা পুলিশসহ যৌথ বাহিনী। প্রায় আট ঘণ্টা ধরে চলা এই অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

    শনিবার (০৯ নভেম্বর) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশনা ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) নওরোজ হাসান তালুকদারের তত্ত্বাবধানে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, কালিদাসখালী, পাকুরিয়া ও পলাশী ফতেপুর এলাকায় একাধিক টিম অভিযান পরিচালনা করে।

    অভিযানে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া এবং ১টি চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ও অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী চক্র এবং সীমান্তপথে মাদক পরিবহনে ব্যবহৃত হতো বলে জানিয়েছে পুলিশ।

    গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো: জালাল উদ্দিন, মোঃ কামরুজ্জামান, কবির উদ্দিন, খবির উদ্দিন, মোসা: মনোয়ারা খাতুন, মোসাঃ মনিয়ম খাতুন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আলম ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ বাচ্চু মন্ডল, আওলাদ হোসেন এবং মোঃ মিজানুর রহমান। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক লেনদেন এবং অস্ত্র বহনের অভিযোগ রয়েছে।

    উল্লেখ্য, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর এবং পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে বালু মহাল দখল, চাঁদাবাজি এবং মাদক চোরাচালানকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছিল। সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ ছাড়াও র‍্যাব, আরআরএফ, এপিবিএন এবং নৌ-পুলিশ অংশ নেয়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930