রাজাপুরে জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে প্রখ্যাত কবি জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
শুক্রবার (৯ জানুয়ারি) তিনি তাঁর স্ত্রীসহ কবির ঐতিহাসিক জন্মভিটা ঘুরে দেখেন এবং জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আগ্রহভরে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এবং রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম গভর্নরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কবির জন্মভিটার সংরক্ষণ, ঐতিহাসিক গুরুত্ব এবং সাহিত্যিক মূল্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিশিষ্টজন ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। গভর্নরের এ সফরকে কেন্দ্র করে রাজাপুরে সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বিআলো/ইমরান



