রাবি জিএস-এর মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষাবাতাবরণ বজায় রাখার দাবি জানিয়ে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা এবং মনোসামাজিক সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুর একটায় প্যারিস রোডে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ অন্যান্য নেতা-কর্মীরা। তারা বলেন, “সালাহউদ্দিন আম্মারের বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর কর্মকাণ্ড রাবি ক্যাম্পাসের শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করছে। তাই তার মানসিক স্বাস্থ্য পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেওয়া জরুরি।”
মানববন্ধন শেষে ছাত্রদলের নেতৃকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে আম্মারের সুচিকিৎসার ব্যবস্থা না হলে ছাত্রদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
এই ঘটনার সূত্রপাত ঘটে গতকাল রোববার, যখন বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাখা ব্যানারার ছিঁড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। এই ঘটনায় ছাত্রদলের নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিআলো/তুরাগ



