রাবি ভর্তি পরীক্ষায় এআই অ্যাপ ব্যবহার: ৪ পরীক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ, মেসেঞ্জার ও চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে চার পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টা ও বিকেল ৩টায় অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
আটক পরীক্ষার্থীদের মধ্যে একজন দিব্য জ্যোতি সাহা। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে হলেও স্থায়ী নিবাস খুলনায়। তিনি জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ড. চঞ্চল কুমার সাহার ছেলে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে দিব্য জ্যোতি সাহার আচরণ সন্দেহজনক মনে হলে হল পরিদর্শকরা তাকে নজরদারিতে নেন। পরে কাছে গিয়ে দেখা যায়, তিনি ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছেন এবং মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের চারটি ছবি তুলেছেন। এ অভিযোগে তাকে আটক করে প্রক্টর দপ্তরে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে একই দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় আরও তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—সামস্ আজমাইন, যার বাড়ি নওগাঁ সদরে। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আটককৃতরা মোবাইল ফোনের মাধ্যমে মেসেঞ্জার ও চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর লেখার চেষ্টা করছিল বলে জানায় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে ভর্তি পরীক্ষার বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/ইমরান



