রামগঞ্জে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন
জহিরুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ঘেরমালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মোফাজ্জল হোসেন। সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। ঘেরমালিক মোফাজ্জল হোসেন জানান, সোমবার রাতে ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। ভোরে ঘেরে এসে তিনি দেখতে পান, পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ।
ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়। তিনি আরও বলেন, এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা



