• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রামগঞ্জে প্রবাসী সিটি প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন  

     dailybangla 
    08th May 2025 3:56 pm  |  অনলাইন সংস্করণ

    জহিরুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীদের বিনিয়োগ করা কয়েক কোটি টাকা ব্যয়ে রামগঞ্জ প্রবাসী সিটি নামের আবাসন প্রকল্পে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৭মে) প্রকল্পের পাওয়ার অব অ্যাটর্নি গাজী ইসমাইল হোসেনের বিরুদ্ধে মানববন্ধনের মাধ্যমে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবার।

    ভুক্তভোগীদের অভিযোগ, রামগঞ্জ প্রবাসী সিটি নামের এ প্রকল্পের সদস্যদের থেকে প্রায় ৭ কোটি টাকা সংগ্রহ করা অর্থ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

    জানা গেছে ২০১৪ সালে ৪০ জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে রামগঞ্জে একটি আবাসন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য উদ্দেশ্য ছিল, সবাই মিলে বিনিয়োগ করে একটি বহুতল ভবন নির্মাণ করে সমান মালিকানা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে ২৬ জন সদস্যের নামে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে ২৮ শতাংশ জমি ক্রয় করে রেজিস্ট্রি করা হয়। আরও ০৫টি শেয়ার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের নামে হস্তান্তর করা হয়।

    ভুক্তভোগীদের অভিযোগ, সবাই প্রবাসে থাকার সুযোগে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেন। এই অর্থের কোনো হিসাব দিচ্ছেন না তিনি এবং নিজের নামে রাজধানী ঢাকায় ৩কাঠা জমি কিনেছেন প্রবাসীদের অর্থে, সমান বন্টন করার কথা বললে ও তা তিনি আজও করেননি।

    ভুক্তভোগী আলী আকবর বলেন, “আমরা বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করেছি, নিজ উপজেলায় বিনিয়োগ করেছি। কিন্তু আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা আমাদের টাকা আত্মসাৎ করেছেন। আমরা আমাদের প্রাপ্য অর্থের হিসাব চাই।”

    অন্য এক বিনিয়োগকারী বলেন, প্রকল্প যখন দেখতে যাই, তখন অভিযুক্তরা আমাদের ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন কায়দায় হুমকি দেয়।

    এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মোহাম্মদ আবুল বাশার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলমান রয়েছ। এ ব্যাপারে অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের বক্তব্য একাদিকবার চেষ্টা করে ও নেওয়া সম্ভব হয়নি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031