রায়ের আগে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির সতর্ক অবস্থান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা রোধে সোমবার ভোর থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও শিবচরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতারা।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবরসহ মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল মোল্লাসহ নেতারা ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু তার কর্মী সমর্থকদের নিয়ে এক্সপ্রেসওয়ে ও আশেপাশের সড়কগুলো পরিদর্শন করেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে পচ্ছর গোলচত্বরে অবস্থান কর্মসূচি চলে।
নেতৃবৃন্দ জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। স্বেচ্ছাসেবীরা বিভিন্ন পয়েন্টে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে তৎপর ছিলেন।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি রাতভর টহল দিয়েছে।
বিআলো/শিলি



