রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবু জর গিফারী কলেজের গভর্নিং বডির সভা স্থগিত রাখার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: আবু জর গিফারী কলেজের গভর্নিং বডির সদস্য ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলেখা বেগম দায়ের করা রিটের প্রেক্ষিতে, মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গভর্নিং বডির আজকের (২৮ অক্টোবর) বিকেল ৪টার সভা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহসানুল কাইয়ুম।
তিনি জানান, মহামান্য হাইকোর্টের 44 DLR (AD) 219 ধারার আলোকে, রিট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গভর্নিং বডির যেকোনো সভা বা কার্যক্রম স্থগিত রাখা যুক্তিসঙ্গত ও আইনসম্মত।
গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোহাম্মদ মামুন চৌধুরী ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. ওয়াহিদুজ্জামান বরাবর পাঠানো এক চিঠিতে অ্যাডভোকেট আহসানুল কাইয়ুম বলেন, আমার মোয়াক্কেল জুলেখা বেগম একজন দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ ও উচ্চ শিক্ষিত শিক্ষক। নিজের সাংবিধানিক অধিকার রক্ষায় তিনি সংবিধানের ১০২ ধারা অনুযায়ী রিট (নং–১৭৫৩৮) দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় সভা আহ্বান করা আদালত অবমাননার শামিল হতে পারে।
তিনি আরও বলেন, গত ২০ অক্টোবরের AGC/GOV/IST-57 ও AGC/GOV/IST-111 নোটিশের ভিত্তিতে ডাকা সভার কার্যক্রম স্থগিত রাখাই আইনসম্মত।
বিজ্ঞ আইনজীবী গভর্নিং বডির সভাপতি, ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এবং বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা আইনি জটিলতার কারণ হতে পারে।
বিআলো/এফএইচএস



