রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা
dailybangla
10th Nov 2025 3:26 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ‘পান্তসির এফ-১’, ‘বুক-এম২ই’ এবং সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিচ্ছে ভেনেজুয়েলা।
ফার্স নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, প্রথম চালান হিসেবে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে।
রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, “ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া দৃঢ়ভাবে পাশে থাকবে।”
এদিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন রণতরী ও মেরিন মোতায়েন বাড়ানোয় উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া-ভেনেজুয়েলা জোট এখন লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাবকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
বিআলো/শিলি



