রোগ থেকে বাঁচতে হলে ভেজাল খাবার থেকে দূরে থাকতে হবে : খায়রুল কবির
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টায় চাঁদপুরজমিন টাওয়ারে শিবিরের উদ্বোধন করেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েবে আবির হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম কাসেমী।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ খায়রুল কবির বলেন, “রোগ থেকে বাঁচতে হলে ভেজাল খাবার এড়াতে হবে। ভেজাল খাবারের কারণে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে মানুষ চোখ হারাচ্ছে। রোগ প্রতিরোধের জন্য নিজেকে সচেতন রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। অসুস্থতা আল্লাহ প্রদত্ত, এবং সুস্থতাও আল্লাহই দান করবেন। এরকম উদ্যোগ সমাজকে আলোকিত করে।”
বিশেষ অতিথি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী শিবিরের আয়োজনকারীর প্রশংসা করে বলেন, “রোকনুজ্জামান ভাই মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আজ প্রায় হাজারেরও বেশি রোগী চিকিৎসা গ্রহণ করতে এসেছে, যা অত্যন্ত আনন্দের। এই ধরনের উদ্যোগ সমাজে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।”
শিবিরে হাজী লোকমান পাবলিক স্কুল ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান, ভাইস প্রিন্সিপাল ইয়াসমিন আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির দেলওয়ার হোসেন, এবং অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার আহমেদ।
শিবিরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার চারজন চিকিৎসক প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও প্রায় ১৮০ জন রোগীকে অপারেশনের জন্য কুমিল্লায় পাঠানো হয়।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, স্থানীয় দৈনিক ও সমাজসেবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



