রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল
স্পোর্টস ডেস্ক: আল নাসর-আল খালিজ ম্যাচের শেষ মুহূর্তে দর্শক মাতিয়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ডান দিক থেকে নাওয়াফের বাড়ানো নিখুঁত ক্রসে তিনি শূন্যে উঠে অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেন। গোলরক্ষক চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। এরপরই রোনালদো কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে করেন তাঁর স্বাক্ষর উদযাপন।
৪০ বছর বয়সেও এমন গোল করে তিনি আবারও প্রমাণ করলেন ফিটনেসে তিনি এখনও শীর্ষ ফর্মে। গোলটি মনে করিয়ে দিয়েছে সাত বছর আগে জুভেন্টাসের হয়ে করা তাঁর বিখ্যাত বাইসাইকেল কিকের কথা।
রোববার ঘরের মাঠে আল নাসর ৪-১ গোলে ম্যাচ জিতেছে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদো গোলটি করেন। এর আগে জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো এবং সাদিও মানে একটি করে গোল করেন।
হাজার গোলের মাইলফলকের পথে রোনালদোর মোট ক্যারিয়ার গোল এখন ৯৫৪। চলতি সৌদি প্রো লিগে ৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১০। তালিকার শীর্ষে থাকা সতীর্থ ফেলিক্সের চেয়ে মাত্র একটি গোল কম।
৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর; সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।
বিআলো/শিলি



