র্যাব-১০ এর অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার
আশাদুল শেখ: রাজধানীর জুরাইনে মাদক চোরাচালান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘটিত সশস্ত্র হামলার মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ ঘটনায় গুলিবিদ্ধ মোঃ শাহীন বেপারী (২৭) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ নভেম্বর বিকেল ৪টা ৪০ মিনিটে কদমতলী থানার জুরাইন ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মোড় এলাকায় চানু–জহির গ্রুপের সদস্যরা পূর্বশত্রুতার জেরে শাহীন বেপারীর ওপর সশস্ত্র হামলা চালায়। পালানোর চেষ্টা করলে গ্রুপের প্রধান চান মিয়া ওরফে চানু (৩৯) পিস্তল দিয়ে তার মাথায় লক্ষ্য করে গুলি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর উত্তেজিত জনতা চান মিয়া ও তার সহযোগী মোঃ জহিরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দা ও একটি তলোয়ার জব্দ করে। ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কদমতলী থানায় মামলা নং ৩২ (২৩/১১/২০২৫)** দায়ের করেন। মামলা পেনাল কোডের ১৪৩/৩২৬/৩০৭/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
পলাতক আসামিদের ধরতে তদন্ত কর্মকর্তা র্যাব-১০ এর সহযোগিতা কামনা করেন। পরে র্যাব-১০ এর একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৩ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে কদমতলী থানার চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে মামলার পলাতক আসামি মোঃ ইব্রাহীম হোসেন (৩৫)-কে গ্রেফতার করে। তাকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও সশস্ত্র হামলায় জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



