• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    র‌্যাব-৮ সিপিসি-১,পটুয়াখালী কর্তৃক বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণসহ একাধিক মামলার আসামি গ্রেফতার 

     dailybangla 
    24th Jun 2025 4:55 pm  |  অনলাইন সংস্করণ
    মাহমুদুল হাসান সোয়েব,পটুয়াখালী : র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী) কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও নিয়মিত অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায়, গত ২৩ জুন ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৯:২০ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জাকির হাওলাদার (৪০), পিতা- মৃত রশিদ হাওলাদার, সাং- মৌকরন, থানা ও জেলা- পটুয়াখালীকে সদর উপজেলার ১৪ নং মৌকরন ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মৌকরন থেকে আটক করা হয়।
    ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম একজন বাকপ্রতিবন্ধী নারী, যার স্বামী পেশায় আইসক্রিম বিক্রেতা। গত ২৪ মে ২০২৫ তারিখে ভিকটিমের স্বামী আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সুযোগে আসামি মোঃ জাকির হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ৩০, তারিখ: ১৫/০৬/২০২৫। পিসিপিআর পর্যালোচনায় জানা যায়, আসামির বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে, যেমনঃ ১। পটুয়াখালী সদর থানার মামলা নং-২২, ২৪; তারিখঃ ১৫/০১/২০২৫; ধারা: ৪০৬/৪২০ পেনাল কোড, ২। দুমকী থানার মামলা নং-০৬; তারিখঃ ২৩/০৬/২০২৪; ধারা: ৪৬১/৩৮০ পেনাল কোড, ৩। পটুয়াখালী সদর থানার মামলা নং-৩৫; তারিখঃ ৩১/১২/২০২৩; ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬ পেনাল কোড। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930