লাকসামের আজগরার নৌকার প্রার্থী নজরুল ইসলাম মজুমদার

লাকসামের আজগরার নৌকার প্রার্থী নজরুল ইসলাম মজুমদার

জাকির মামুন: লাকসাম উপজেলা আজগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার  প্রার্থী  হিসেবে মনোনয়ন পেলেন আজগরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রয়াত হাজী  আবদুল লতিফের ছেলে আজগরা ইউনিয়ন আওয়ামী  যুবলীগ সভাপতি নজরুল  ইসলাম মজুমদার।

মঙ্গলবার (৫ অক্টোবর) লাকসাম  উপজেলা  আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ে উপজেলার সকল নেতার উপস্থিতিতে লাকসাম উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া, স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মো. তাজুল ইসলামের নির্দেশক্রমে এই ঘোষণা প্রদান করেন। মনোয়ন পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। শোকরিয়া জ্ঞাপন করছি। লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা মো. তাজুল  ইসলাম  মন্ত্রী  মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। লাকসাম  উপজেলা  আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন ও আজগরা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ  জানাই। মন্ত্রী মহোদয় ও উপজেলা নেতৃবৃন্দ আমার প্রতি যে আস্থা রেখেছেন তার শতভাগ দেওয়ার চেষ্টা করব।

আমার বাবা আমৃত্যু সাধারণ ও মেহনতি মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। আমিও নির্বাচিত হলে আজগরা  ইউনিয়নের আপামর  জনতার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। 

এদিকে আজগরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উৎসব বিরাজ করছে।
আজগরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন জুয়েল জানান, ‘এই প্রাপ্তি  জনতার। মানুষ ও নেতাকর্মীরা যে পরিবর্তন চেয়েছে, তারই প্রতিফলন  ঘটেছে।’

মন্ত্রী  মহোদয়কে আজগরা  ইউনিয়ন  আওয়ামী  যুবলীগের  পক্ষ  থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ আমার সহযোদ্ধা নৌকার প্রার্থী নজরুল  ইসলাম মজুমদারের বিজয়  নিশ্চিত  করতে আমরা কাজ করে যাবো। উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, আজগরা  ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক  গিয়াসউদ্দিন মজুমদার টিটু জানান, ‘নজরুল  ইসলাম মজুমদারকে অভিনন্দন জানাই। আমি প্রত্যাশা করি, নজরুল ইসলাম  মজুমদার  নির্বাচিত হলে এই ইউনিয়নের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। সাধারণ  মানুষ  তার ন্যায্যতা  ফিরে পাবে।’গণমানুষের চাওয়ার প্রাপ্তি ঘটায় সবাই এলজিআরডি মন্ত্রী আলহাজ্ব  মো. তাজুল  ইসলামকে ধন্যবাদ জানান।

লাকসাম উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন, ৪নং কান্দিরপাড় ইউনিয়ন, ওমর ফারুক, ৫নং গোবিন্দপুর ইউনিয়ন, নিজাম উদ্দিন শামীম, ৬নং উত্তরদা ইউনিয়ন মো. ইমাম হোসেন, ৭নং আজগরা ইউনিয়ন-নজরুল ইসলাম মজুমদার, ৮নং নরপাটি ইউনিয়ন আলী আহম্মদ।

বিআলো/ইলিয়াস