লক্ষ্মীপুরের চার সংসদীয় আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ
নাঈম হোসেন, লক্ষ্মীপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন অফিস। বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): মোহাম্মদ নাজমুল হাসান (জামায়াতে ইসলামী), মোহাম্মদ শাহাদাত হোসেন (বিএনপি)। এছাড়া জাতীয় পার্টি, এনডিএম, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ ও এনসিপির প্রার্থীরাও মাঠে রয়েছেন। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক): এস. ইউ. এম. রুহুল আমীন ভুঁইয়া (জামায়াত), মো. আবুল খায়ের ভুঁইয়া (বিএনপি)।
পাশাপাশি জাকের পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা অংশ নিচ্ছেন। লক্ষ্মীপুর-৩ (সদর): মো. রেজাউল করিম (জামায়াত), মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (বিএনপি)। এ আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও এলডিপির প্রার্থীও রয়েছেন। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর): মো. আশরাফুর রহমান হাফিজউল্যা (জামায়াত), এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান) (বিএনপি)। এছাড়া ইসলামী আন্দোলন, জেএসডি, বাসদ ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সব প্রার্থী বৈধভাবে মনোনয়ন পেয়েছেন এবং চার আসনেই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে জমজমাট।
বিআলো/আমিনা



