লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে শ্রীলঙ্কাকে ১৭৯ রানে থামিয়ে জারিফ-অদৃতের ব্যাটিং জুটিতে ৫ উইকেটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
সিদ্ধান্তমূলক তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭। ইনিংসের শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রাখেন আতিকুর রহমান আকাশ। মাত্র ২১ রানে চার উইকেট তুলে নিয়ে তিনি লঙ্কানদের ধারাবাহিকভাবে আক্রান্ত রাখেন। নির্ধারিত ৫০ ওভারও টিকতে পারেনি সফরকারীরা, ৪৫.১ ওভারে অলআউট হয় ১৭৯ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুতেই নাইম গোল্ডেন ডাকে ফিরলেও জারিফ সিয়াম ও কাউসার আহমেদের ৬৮ রানের জুটি দলকে দিয়ে দেয়। জারিফ ৫১ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন। কাউসারের ব্যাট থেকেও আসে উপকারী ৩০ রান, যা রানচেজ সহজ করে দেয়।
মাঝে রাকিবুল শূন্য হাতে ফিরলেও অদৃত ঘোষ ধীরস্থির ব্যাটিংয়ে ইনিংস ধরে রাখেন। ৭৭ বলে তিনি করেন ৫৪ রান। শেষের দিকে আকাশ রয় ও জুনায়েদ হোসেন ঝামেলাহীনভাবে বাকি রান তুললে ৬৭ বল হাতে রেখেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের ঠিকানায়। আকাশ ব্যাট হাতেও অবদান রাখেন ৩৩ রানে।
এর আগে লঙ্কানদের হয়ে একমাত্র বড় ইনিংসটি খেলেন সানুল ওয়েরারাতে; তার ৬৬ রানের লড়াকু ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। হিরুন মাথিশা (৩৭) কিছুটা চেষ্টা করলেও অন্যরা ব্যর্থ হন দুই অঙ্ক ছুঁতে।
শেষ পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রিত পারফরম্যান্সেই ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক অনূর্ধ্ব-১৭ দল।
বিআলো/শিলি



