লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ
dailybangla
10th Nov 2025 6:17 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
তবে একই মামলার অপর আসামি সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট লতিফ সিদ্দিকী ও মনজুরুল আলম পান্নাকে জামিন দিয়েছিল। পরদিন রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করে, যা পরে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
এই মামলাটি চলতি বছরের ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করেন উপপরিদর্শক আমিরুল ইসলাম। মামলায় লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ বিভিন্ন বয়সী ১৫ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
বিআলো/শিলি



