লেভান্ডভস্কি ব্যালন ডি অর প্রাপ্য ছিলো: মেসি

লেভান্ডভস্কি ব্যালন ডি অর প্রাপ্য ছিলো: মেসি

স্পোর্টস ডেস্ক:মেসি বোধ হয় এজন্যই সবার চেয়ে আলাদা। দুর্দান্ত ফুটবলারের সঙ্গে অবিশ্বাস্য বিনয়ী। ২০২১ সালের ব্যালন ডি অর পুরস্কারের মঞ্চে আরো একবার মিলল তার প্রমাণ। আর্জেন্টাইন তারকা নিজের প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভান্ডভস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বন্দ্বীতাকে বললেন, সম্মানের।


২০২০ সালে করোনাভাইরাসের কারণে দেয়া হয়নি ব্যালন ডি অর। ওই বছর এই শিরোপা জেতার বেশি সম্ভাবনা ছিলো লেভান্ডভস্কির। এবারের ব্যালন ডি অর হাতে নিয়ে মেসি বললেন, গত বছরের পুরস্কারটা প্রাপ্য ছিলেন পোল্যান্ড তারকা।

তিনি বলেছেন, ‘আমি লেভান্ডভস্কির কথা বলতে চাই। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারা সত্যিই সম্মানের। সবাই জানে আর আমরাও একমত যে তুমিই গত বছর ব্যালন ডি অর বিজয়ী হতে। আমার মনে হয় ফ্রান্সের ফুটবলের উচিত তোমাকে ২০২০ সালের ব্যালন ডি অর দেয়া। তুমি এটা প্রাপ্য এবং তোমার ঘরে এটা থাকা উচিত।’


চলতি বছর ব্যালন ডি অর জিততে না পারলেও বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন লেভান্ডভস্কি। মেসিও মুগ্ধ বায়ার্ন তারকা, ‘আমার মনে হয় লেভান্ডভস্কি দারুণ একটি বছর কাটিয়েছে। বছরের পর বছর সে উন্নতি করেছে এবং দেখিয়েছে কতটা দুর্দান্ত স্ট্রাইকার সে। তার গোল করার সক্ষমতাও দেখিয়েছে।’


চলতি মৌসুমের পারফরম্যান্সকে আগামী বছর ছাড়িয়ে যেতে পারবেন বলে মনে করেন মেসি, ‘এই বছরও সে সেরা গোলদাতা হয়েছে। সে যেভাবে মাঠে খেলে, অবশ্যই সে এটিকে আগামী বছর ছাড়িয়ে যেতে পারে। আর সে অনেক বড় একটা ক্লাবের হয়েও খেলে।’

বিআলো/শিলি