লালমনিরহাটে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

লালমনিরহাটে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

সজিব আলম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনা ভাইরাসে (কোভিড -১৯) আক্রান্ত হয়ে কেরামত আলী (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ জেলায় করোনায় আক্রান্তে এটাই প্রথম মৃত্যু ।

শনিবার (১৩ জুন) রাতে লালমনিরহাট সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত কেরামত আলী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এলকো ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে বান্দরবান জেলায় কর্মরত ছিলেন। 

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় 'বাংলাদেশের আলো'-কে বলেন, বান্দরবানে কর্মরত থাকা অবস্থায় গত ৮ জুন নিজ বাড়িতে ফিরেন কোরামত আলী। পরে বৃহস্পতিবার (১১জুন) সর্দ্দি,জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান। ওই দিন হাতীবান্ধা উপজেলা মেডিক্যাল টিম মৃত কেরামত আলীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার(১৩ জুন) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।