• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লালমনিরহাটে অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করলো করিম-বানু ফাউন্ডেশন 

     dailybangla 
    17th Jan 2026 6:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলার সদর উপজেলার চর খারুয়ার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে করিম-বানু ফাউন্ডেশন। তীব্র শীতের প্রভাবে যখন নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। শুক্রবার করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে কয়েকশ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    আয়োজকেরা জানান, চলমান শৈত্যপ্রবাহে গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। পর্যাপ্ত শীতবস্ত্র ও খাদ্যের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই করিম-বানু ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে।

    শীতবস্ত্র ও খাদ্য বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা করিম-বানু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ বিষয়ে করিম-বানু ফাউন্ডেশনের কর্ণধার ইউসুফ হোসেন বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতির কোনো তুলনা নেই। আমরা পরিকল্পিতভাবে দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও শীতার্ত মানুষের দোরগোড়ায় কম্বল ও খাদ্য পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

    মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচালিত করিম-বানু ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031