লালমনিরহাটে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত
সুমন সরদার: লালমনিরহাটে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পুরুষ এবং নারী প্রার্থী অংশগ্রহণ করে।
এ সময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
উক্ত নিয়োগ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। রংপুর রেঞ্জ কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী ও রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসান।
এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. কামরুল হাসান প্রিন্স।
উক্ত নিয়োগ পরীক্ষায় তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
বিআলো/শিলি



