• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লালমনিরহাটে ১২০ টাকায় ১৭ জনের পুলিশে চাকরি 

     dailybangla 
    23rd May 2025 5:34 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: চুড়ান্ত ফলাফলে নিজের নাম ঘোষনা পাওয়া মাত্রই আবেগে আপ্লূত হয়ে মাটিতে সেজদায় পড়ে যায় শাহ জালাল (১৯) নামে পুলিশে চাকরি পাওয়া এক যুবক। বাবা কৃষক আশরাফুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মঞ্চগ্রাম ইউনিয়নের বাসিন্দা । তিনি অন্যের জমি বর্গা চাষ করে পরিবারের খরচ জোগান। তবে অনেক অর্থ কষ্টের মধ্যেও তিনি ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন। ছেলের চাকরি হওয়ার খবর শোনা মাত্র তিনিও কেঁদে ফেলেন।

    গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এরুপ দরিদ্র পরিবারের আরো অনেকের মাত্র ১২০টাকার আবেদন ফি’তেই চাকরি হয়েছে।

    পুলিশ লাইন্স এর গ্রীলসেট’ এ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন লালমনিরহাট পুলিশ সুপার তারিকুল ইসলাম। এতে মোট ৩০জন পুরুষ ও ৫ জন নারীর মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ১৭ জন চাকরি প্রত্যাশি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

    অনুষ্ঠানে নির্বাচিত টিআরসি সদস্যদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করা হয়। সেখানে অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, টিআরসি নিয়োগপ্রাপ্ত সদস্য ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

    এসময় লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “যোগ্যতা, নিষ্ঠা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তাদের সততা ও কর্তব্যবোধের মাধ্যমে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।”

    অনুষ্ঠানে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সৈয়দপুর সার্কেল এ.কে.এম ওহিদুন্নবী, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল রংপুর নাহিদ হাসানসহ লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930