লালমোহনে লাখ টাকার অবৈধ জাল জব্দ, জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ভোর থেকে বিকাল পর্যন্ত চলা এই অভিযানে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ধরাজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আখন্দ জানান, নদীর মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য মেঘনা নদীর সুষ্ঠু জলে মাছ ধরে নৌকা ও জেলেদের স্বার্থ রক্ষা করা।”
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলি, মোঃ সাইফুল ইসলাম, অফিস সহকারী মোঃ আব্বাস উদ্দিন, খোকন চন্দ্র দেসহ ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা।
অভিযানের শেষে জনসমক্ষে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যা স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইন মানার গুরুত্ব তুলে ধরে।
বিআলো/তুরাগ



