লিভারপুলের দুঃসময়ের আরেক অধ্যায়: পিএসভির কাছে হার
dailybangla
28th Nov 2025 9:49 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: মৌসুমের সবচেয়ে খারাপ সময় পার করছে লিভারপুল। বুধবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠ অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হার তাদের দুরবস্থা আরও স্পষ্ট করেছে। শেষ ১২ ম্যাচে এটি নবম হার, ১৯৫৩-৫৪ মৌসুমের পর এমন নিম্নমুখী সময় দেখেনি দলটি।
টানা তিন ম্যাচে ১০ গোল হজম করা লিভারপুল এখন প্রিমিয়ার লিগ টেবিলেও ১২তম স্থানে নেমে গেছে- এক দশকের বেশি সময় পর এত নিচে অবস্থান তাদের জন্য নতুন বাস্তবতা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ওঠাও অনিশ্চিত হয়ে পড়েছে।
ম্যাচজুড়ে লিভারপুল দুর্বল রক্ষণ ও বারবার কাউন্টারঅ্যাটাকে বিপর্যস্ত হয়ে পড়ে। ভার্জিল ফন ডাইকের পেনাল্টি- জনিত ভুলে প্রথম গোল, এরপর কোনাতে ও অন্যদের ভুলে আরও গোল হজম করে তারা। পিএসভির দ্রিউয়েশ একাই দুটি গোল করেন।
বিআলো/শিলি



