• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম ত্যাগ 

     dailybangla 
    26th Nov 2025 6:51 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল আজ বিশেষ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১৬) এর অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন।

    বিদায় অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। ইতিপূর্বে গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ্ নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্য বাণিজ্যিক বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। আগামী ২৭ নভেম্বর ২০২৫ ব্যানকন-১৫ (ইউনিফিল) এর ১১০ জন নৌসদস্য বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

    সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা লেবাননগামী নৌসদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখতে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করার নির্দেশ প্রদান করেছেন।

    বাংলাদেশ নৌবাহিনী ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত। ‘বানৌজা সংগ্রাম’ জাহাজ অবৈধ অস্ত্র প্রতিহত, মেরিটাইম ইন্টারডিকশন, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার, প্রশিক্ষণ প্রদান এবং লেবাননে বসবাসরত বাংলাদেশিদের চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করছে। গত ১৫ বছর ধরে বাংলাদেশের নৌসদস্যরা আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে, যা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930