লেভারকুসেনের বিপক্ষে সিটির হার: প্রশ্নবিদ্ধ গার্দিওলার রোটেশন
স্পোর্টস ডেস্ক: পেপ গার্দিওলার সাহসী রোটেশন নীতি শেষ পর্যন্ত ব্যুমেরাং হয়ে দাঁড়িয়েছে। দুর্বল একাদশ নিয়ে খেলতে নেমে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের কাছে ২-০ গোলে হারের লজ্জায় পড়েছে।
মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামের এই হার গার্দিওলার কৌশলকে ব্যর্থ প্রমাণ করেছে।
গার্দিওলা আর্লিং হালান্ড, রুবেন ডিয়াস, বের্নার্দো সিলভা ও জিয়ানলুইজি দোনারুমাকে বিশ্রাম দিয়ে একাদশে বড় পরিবর্তন আনেন। লেভারকুসেন সে সুযোগ কাজে লাগায়, প্রথমার্ধে আলেক্স গ্রিমালদো ও দ্বিতীয়ার্ধে প্যাট্রিক শিক গোল করে সিটিকে চাপে ফেলে।
২০১৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ম্যাচে হারল সিটি। এটি তাদের টানা দ্বিতীয় হার; এর আগে নিউক্যাসলের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল।
এবারের লিগে সিটি চারবার হেরেছে এবং আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে। রিজার্ভ বেঞ্চ যে প্রস্তুত নয়, গার্দিওলা তা বুঝে গেছেন।
দশটি বদল করে মাঠে নামা সিটি বল দখলে রাখলেও আক্রমণে ধারহীন ছিল। একাধিক সুযোগ নষ্ট হয়। শেষ পর্যন্ত হালান্ডকে নামানো হলেও তিনি গোলমুখে ব্যর্থ হন। ২-০ গোলের হার গার্দিওলার রোটেশন সিদ্ধান্তকে বড় ভুল হিসেবে সামনে এনে দিয়েছে।
বিআলো/শিলি



