শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল ম্যারিকো

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল ম্যারিকো

অর্থনৈতিক প্রতিবেদক: ঘাসফুল শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের জন্য ৫০০০ মেডিকার সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ঘাসফুল পরাণ রহমান স্কুল ছাড়াও ঘাসফুল সেকেন্ড চান্স প্রোগ্রাম এবং ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝেও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ হুমাইরা কবির চৌধুরীর নিকট স্যানিটাইজারগুলো হস্তান্তর করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মো. আশরাফুল আলম এবং রিজনাল সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজাহিদুন নবী। 

বন্দরনগরীর পশ্চিম মাদারবাড়িতে অবস্থিত ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রারে কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম সহ স্কুলের শিক্ষকরা। 

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ গোপাল বলেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে জনগণের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা সচেষ্ট থাকি। এই উদ্যোগের মাধ্যমে, ঘাসফুলের সাহায্যে সকলের মাঝে করোনা সতর্কতা ও সচেতনতা সৃষ্টি করতে পারবো বলে আমরা আশাবাদী।

ঘাসফুলের সিইও আফতাবুর রহমান বলেন, এই সঙ্কটাপন্ন সময়ে কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মারিকো বাংলাদেশ লিমিটেডের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 

এর আগে চলতি মাসে, ১৫,০০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণের জন্য ইউসেপ-এর কাছে ৪০,০০০ মেডিকার সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছিল ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

বিআলো/ইলিয়াস