শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চাই: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
নির্বাচনী জোয়ারের সময় চলছে, এ মন্তব্য করে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, “আমরা সবাই মিলে শতাব্দীর সেরা নির্বাচন করতে চাই।”
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট দুটি বৃহৎ কর্মসূচি একইসঙ্গে সামনে রয়েছে। গণভোটে এক প্যাকেজ প্রশ্ন উপস্থাপন নিয়ে বিভিন্ন মত থাকলেও তিনি জানান, রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোর মতোই সার্বিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে ভোটারদের জন্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইটিআই মহাপরিচালক হাসানুজ্জামান।
বিআলো/শিলি



