শেরপুরে এসএসসি '৯৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী উদযাপন

শেরপুরে এসএসসি '৯৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী উদযাপন

শাহীনূর রহমান পনির, শেরপুর প্রতিনিধি: শেরপুরে এসএসসি '৯৮ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ এপ্রিল রোজ বুধবার শেরপুর শহরের টাউন হল মিলনায়তনে এ আয়োজন করেন ওই ব্যাচের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন  ৯৮ ব্যাচের বন্ধু বান্ধবীরা।

জানাগেছে, '৯৮ সালে যারা এসএসসি পাশ করেছেন তারা প্রত্যেকেই জীবন প্রয়োজনের তাগিদে দূর-দূরান্তে অবস্থান করেন। শেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে '৯৮ সালে এসএসসি পাশ করা বন্ধু বান্ধবীর নিজেদের মাঝে দূরত্ব ঘোচাতে এবং বন্ধুত্বের বন্ধনকে নতুন করে সাজিয়ে  নিতে করোনাকালীন সময় থেকেই উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় এতদিন মিলিত হওয়ার সুযোগ ছিলোনা। তবে করোনার প্রভাব  কমে যাওয়ায় সবাই মিলিত হয়ে ঈদ   পুনর্মিলনী আয়োজন  করায় ভীষণ আনন্দিত তারা।

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধু - বান্ধবীরা একত্রিত হতে পেরে ২৪ বছর আগের সেই দিনগুলোতে ফিরে যান তারা। কেউ ২৪ বছর পর একে অপরের সাথে মিলিত হয়ে আবেগ আপ্লুত হয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

৯৮ এর ব্যাচ এর সভাপতি সুজা উদ দৌলা, সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন,  গাইনী বিশেষজ্ঞ ডাঃ কেয়া, সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও বর্তমান চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকন, কিমিটির নির্বাহী সদস্য শামছুর রহমান শামীম, জামিল সরকারও সম্পাদক মন্ডলি সহ অনেকেই  বাংলাদেশের আলো কে বলেন আমরাএই আনন্দঘন মূহুর্তে সবার সাথে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি,  ৯৮ ব্যাচ নিয়ে  ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে।আজীবন যেন এরকম অনুষ্ঠান করে যেতে পারি সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠান শুরুতে  নিউ মার্কেট পায়রা চত্বর থেকে রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন পরে  কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং পরে '৯৮ সালে এসএসসি পাশ করা বন্ধুদের মাঝে যারা মৃত্যু বরণ করেছেন, তাদের রূহের মাগফেরাত ও ১মিনিট নীরবতা পালন করা হয়  

 উল্লেখ্য, ’৯৮ ব্যাচের প্রায় তিনশত  বন্ধু বান্ধীরা রেলি ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিআলো/শিলি