• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন এবং ভূমিকম্প সচেতনতা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    25th Nov 2025 5:29 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় ও ভূমিকম্প সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন।

    সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “এক সাগর রক্তের বিনিময়ে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগকে স্মরণ রেখে যথাযোগ্য মর্যাদায় আমরা মহান বিজয় দিবস উদযাপন করবো। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁরাও আমাদের গৌরবের অংশ। তাদের আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে।”

    তিনি আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যার স্মৃতিকে আমরা গভীর শ্রদ্ধায় ধারণ করি। দিবসটি উপলক্ষে পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।”

    সম্প্রতি হওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসক বলেন, “ঝুঁকিপূর্ণ ভবন সনাক্তকরণসহ ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। যেন ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।”

    সভায় সিদ্ধান্ত হয় যে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একইভাবে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সরকারি ও বেসরকারি সব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে। সকালেই চাষাড়া বিজয়স্তম্ভে ৩১ বার তোপধ্বনি প্রদান ও পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ওসমানী পৌর স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজের আয়োজন করা হবে এবং শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও দেশপ্রেমমূলক আয়োজনও অনুষ্ঠিত হবে।

    সভায় উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
    এছাড়া রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের

    নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন—মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এড. আবদুল্লাহ আল আমিন, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম সুজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031