শাটল ট্রেনে পাথর নিক্ষেপে চবি ছাত্রী আহত
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইমু মনি জ্যোতি নামে চবির এক ছাত্রী আহত হয়েছেন। তিনি নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী। গতকাল মঙ্গলবার সকালে নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে নগরী ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে উঠেছিলেন ইমু। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে একটি পাথর এসে তার নাকে লেগে নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে যায়। ঘটনার পর শাটল ট্রেনে থাকা তার সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে রক্ত বন্ধ করার চেষ্টা করেন।
পরে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। চবি চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, দুপুরে আহত এক শিক্ষার্থীকে আনা হয়েছিল। তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে গেছে।
ক্ষতটি তুলনামূলকভাবে গভীর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, চবির হাসপাতাল থেকে ইমু মনি জ্যোতি নামে এক ছাত্রীকে আহত অবস্থায় চমেকে নিয়ে আসা হয়।গভীর ক্ষতের কারণে ইমুর ঠোঁটের ওপরের দিকে চারটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিআলো/আমিনা



