শান্তি আলোচনায় নমনীয়তার ইঙ্গিত ট্রাম্পের, ইউক্রেনকে আরও সময়
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের মিত্রদের আপত্তি ও উদ্বেগের মাঝে তিনি জানান, যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি চুক্তি এখনো আলোচনাযোগ্য।
গত সপ্তাহে ইউক্রেন বা তার ইউরোপীয় অংশীদারদের অংশগ্রহণ ছাড়া ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তারা খসড়াটি তৈরি করেন। এক্সিওসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন সেনাসচিব ড্যানিয়েল ড্রিসকল পরিকল্পনাটি লিখিত আকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে পৌঁছে দেন।
ট্রাম্প বলেন, কিয়েভের কাছে পরিকল্পনাটি গ্রহণের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত তারা সিদ্ধান্ত জানাতে পারে। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সময়সীমাকে ‘উপযুক্ত’ বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউসে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্ট করে বলেন, এটি কোনোভাবেই তাঁর ‘শেষ প্রস্তাব’ নয়। তাঁর বক্তব্য, “যেভাবেই হোক যুদ্ধ থামাতে হবে- আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
এদিকে ইউরোপ, কানাডা ও জাপানের নেতারা মত দিয়েছেন যে মার্কিন-রুশ খসড়া আলোচনার ভিত্তি হতে পারে, তবে এতে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে। রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে এ প্রস্তাব নিয়ে আরও আলোচনা হবে। এতে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফও।
জি-২০ সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান প্রেসিডেন্ট ফ্রিডরিখ মের্জ বৈঠকে বসে জানান, যেকোনো সিদ্ধান্তে ইউক্রেনকে যুক্ত করা এবং তাদের সার্বভৌমত্ব নিশ্চিত করা জরুরি। পরে তারা জি-সেভেনভুক্ত দেশগুলোর সঙ্গেও আলোচনায় মিলিত হন।
পাশাপাশি শান্তি উদ্যোগ চললেও ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। কিয়ার্সন, দিনিপ্রো, ওডেসাসহ পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



