শাহবাগে ড্রাম থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
dailybangla
13th Nov 2025 9:54 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাইকোর্টের সামনে শাহবাগ ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে দুটি ড্রাম থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম আশরাফুল হক (৪২)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। তিনি জানান, আঙুলের ছাপের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের মো. আব্দুর রশীদের ছেলে।
সন্ধ্যার দিকে দুটি নীল রঙের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ড্রাম খুলে ২৬ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো চালের ভেতর কালো পলিথিনে মোড়ানো ছিল।
ওসি খালিদ মনসুর জানান, ধারণা করা হচ্ছে দুই-এক দিন আগে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে সেখানে ফেলে রাখা হয়।
বিআলো/শিলি



