শিক্ষাবিদ ও লেখক ফারাজী লুৎফর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ফারাজী লুৎফর রহমান ১ ডিসেম্বর যশোরের অভয়নগর উপজেলার একতারপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফারাজী লুৎফর রহমান দৈনিক সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসের সদস্য শাপলা রহমানের পিতা। ২ ডিসেম্বর একতারপুর মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফারাজী লুৎফর রহমান ২০ জুলাই ১৯৪৮ সালে যশোরের একতারপুরে জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ছিলেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু করেন এবং স্থানীয় ও জাতীয় দৈনিকে তাঁর গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে—‘একাত্তর ভুলব না তোমায়’, ‘কাশির আকাশ’, ‘ভিন্ন চাঁদের নতুন পৃথিবী’, ‘চাটিপাস’ ও ‘মধু পূর্ণিমায় তূর্ণা-নিশীথা’।
দৈনিক সংবাদ প্রতিদিন ও বাচসাসের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বিআলো/ইমরান



