• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে: ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার 

     dailybangla 
    01st Jun 2025 4:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

    আজ ১ জুন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, উত্তরায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নির্মাণকারী সংস্থা হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুর মানসিক বিকাশ, শতভাগ ভর্তি নিশ্চিত এবং সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষে ঢাকা মহানগরীতে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এতে শিশুরা সুন্দর ও আধুনিক পরিবেশে শিক্ষাগ্রহণ করতে পারে। ঢাকার বাইরে পরবর্তীতে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।

    তিনি আরও বলেন, শিশুরা শুধু বই পড়ে শিখে না স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখে শিখে। সবচেয়ে বেশি শিখে অভিভাবকদের থেকে। কারণ শিশুরা অভিভাবকদের সঙ্গে বেশি সময় ব্যয় করে। দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা খুব প্রয়োজন।

    অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনা করবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া বলেন, আমরা মানসম্মত টেকসই দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করতে বদ্ধ পরিকর।

    স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ সাইফুর রহমান, ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ছোহরাব আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (শিক্ষা) মোঃ মাহাবুব আলম, উপপ্রকল্প পরিচালক এস, এম মোর্শেদ বিপুল, ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (শিক্ষা) মোহাঃ কবির উদ্দীন শাহ্। এছাড়াও এলজিইডি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, শিক্ষার সুন্দর পরিবেশ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও শিশুর মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে উক্ত প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধা সহ ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ যে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয় সেগুলো হচ্ছে- আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর, সুত্রাপুর কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঁচটি বিদ্যালয়ে মোট কক্ষ সংখ্যা রয়েছে ৭৪টি, ওয়াস ব্লক রয়েছে ২৯টি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031