শিবগঞ্জে নামোটোলা ইসলামী পাঠাগারের আয়োজনে শীতবস্ত্র উপহার
হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নামোটোলা ইসলামী পাঠাগারের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। পাঠাগারের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপজেলার মনাকষা নামোটোলা এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয় ।
এসময় এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন পাঠাগারের সদস্যরা। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, নামোটোলা ইসলামী পাঠাগার প্রতিষ্ঠাকাল থেকেই আপামর মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি পালিত হচ্ছে।
পর্যায়ক্রমে এই সংগঠনের উদ্যোগে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতাসহ কুরআন প্রশিক্ষণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলেও জানান পাঠাগারের সদস্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মাওলানা মো. মুখলেসুর রহমান ও সাহারুল আলম সাহু প্রমুখ।
বিআলো/আমিনা



