“শিবচরবাসী কোনো মার্কা চেনে না, তারা চেনে নুরুদ্দিন মোল্লাকে-নুরুদ্দিন মোল্লাই আমাদের মার্কা”
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে যিনি শিবচরে প্রবেশ করতে পারেননি, দিনের পর দিন নিজ এলাকা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন—সেই কামাল জামান নুরুদ্দিন মোল্লাই আজ শিবচরবাসীর কাছে সাধারণ মানুষের নেতা। শিবচরবাসী কোনো মার্কা চেনে না, তারা চেনে নুরুদ্দিন মোল্লাকে—নুরুদ্দিন মোল্লাই আমাদের মার্কা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠকে এসব কথা বলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা সাজু। এদিন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা উপজেলার দওপাড়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় পান্নু বাওয়ালির বাড়ি, আর্য দওপাড়া এলাকায় সুরুজ মাদবরের বাড়ি, দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিন্নাহর গেইট এলাকা এবং সন্ন্যাসীরচর ইউনিয়নে উঠান বৈঠক ও ভোট প্রার্থনায় অংশ নেন।
শাহজাহান মোল্লা সাজু বলেন, “শিবচরে এমন একজন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে যিনি জনবিচ্ছিন্ন। যার কোনো সংগঠন নেই, ভোটার নেই। সাধারণ মানুষ জানতে চায়—কীভাবে এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো? কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিবচরবাসীকে অপমান করেছেন। কারণ ৩ নভেম্বর কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে মনোনয়ন দিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তা স্থগিত করা হয় এবং প্রায় এক মাস পর অন্য কাউকে দেওয়া হয়। তবে কেন্দ্র ভুল করলেও শিবচরবাসী ভুল করবে না। তারা নুরুদ্দিন মোল্লাকেই ভোট দিয়ে সংসদে পাঠাবে।”
উঠান বৈঠক ও সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনায় দিন থেকে রাত পর্যন্ত প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে সময় পার করছেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তাঁর উপস্থিতিতে প্রতিটি উঠান বৈঠকই জনসভায় রূপ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, “আমার মাতৃভূমি শিবচরে আমার বাবা, চাচা-চাচী ও আত্মীয়স্বজন মারা গেছেন, অথচ আমি আসতে পারিনি। ক্ষমতার দাপটে আমাকে এখানে আসতে দেয়নি লিটন চৌধুরী। মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাবন্দী করা হয়েছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আমি রাজপথ ছাড়িনি, আপনাদের নিয়েই রাজপথে ছিলাম।”
তিনি আরও বলেন, “নামের পরে ‘চৌধুরী’ থাকা লোকদের আপনারা চল্লিশ বছর ধরে চিনেছেন। এবার সংসদ নির্বাচনে একবার আপনাদের এই ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে দেখুন—আমি আপনাদের জন্য কী করতে পারি। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের একটি ভোটেই শিবচরের সমস্যাগুলোর সমাধান সম্ভব।”
এদিন তিনি সুরুজ মোল্লার বাড়িতে তাঁর মায়ের কবর জিয়ারত করেন। উল্লেখ্য, তাঁর মা ছিলেন চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বোন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পান্নু বাওয়ালি, মজিবর রহমান শিশু সরদার, জসিম মৃধা, মোস্তফা মোল্লা, ফরহাদ মোল্লা, বাচ্চু খান, কাজল রেখা, ঝুমুর চৌধুরী, রেহানা আক্তার, জামাল মোল্লা, কামাল হোসেন মাদবর, সুধাংশু মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিআলো/ইমরান



