শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সম্মাননা
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মাননা অনুষ্ঠান রবিবার আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। কামারটেক স্কুল একাডেমি প্রাঙ্গনে মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা বশিরুল ইসলাম বশিরের মমতাময়ী মাতা হাজেরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশির। একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্পন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাড. ফিরোজা আক্তার ডেইজি, একাডেমির পরিচালক বিলকিছ আক্তার ও ইঞ্জিনিয়ার মেহেরিন আফরিন প্রমুখ।
১০০ ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী তিনশত জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। ১১শ ৫২ জন শিক্ষার্থীর সকলেই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো গান, নৃত্য, কবিতা আবৃতি, নাট্যাভিনয় উল্লেখযোগ্য। অনুষ্ঠানে মেধাবী সন্তানদের ১৮০ জন গর্বিত অভিভাবকের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল শিক্ষার্থীকে উৎসাহ উদ্দীপনা পুরস্কার হিসেবে একাডেমির লোগো সম্বলিত কাপ বিতরণ করা হয়।
বিআলো/আমিনা



