শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শিলিগুড়ি ও আশপাশের এলাকায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় হোটেল মালিকদের সংগঠন জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও কিছু ভারতবিরোধী বক্তব্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, এই সিদ্ধান্ত মূলত ২০২৪ সালের ডিসেম্বর মাসে আরোপ করা নিষেধাজ্ঞার সম্প্রসারণ।
তিনি বলেন, আগে মানবিক কারণে চিকিৎসা ও শিক্ষাভিসায় আসা বাংলাদেশিদের ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি বিবেচনায় সব বাংলাদেশি নাগরিকের জন্যই হোটেল সুবিধা বন্ধ রাখা হয়েছে।
সংগঠনের আওতায় থাকা প্রায় ১৮০টি হোটেল এই সিদ্ধান্ত কার্যকর করছে। এছাড়া সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেল স্বেচ্ছায় একই পদক্ষেপ নিয়েছে।
শিলিগুড়ি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটক, রোগী ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হলেও ভবিষ্যতেও এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন হোটেল মালিকরা। মালদা জেলাতেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
বিআলো/শিলি



