শীতে রোগ প্রতিরোধে হাসপাতালগুলোকে ৭ জরুরি নির্দেশনা
বিআলো ডেস্ক: শীতের সময় রোগীর নিরাপত্তা নিশ্চিত ও মৌসুমি রোগের সংক্রমণ কমাতে দেশের সব সরকারি হাসপাতালের জন্য সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক চিঠিতে সোমবার এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, জনস্বার্থে শীতকালীন রোগের প্রাদুর্ভাব রোধে হাসপাতালগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, হাসপাতালের যেসব জানালা, দরজা বা স্থানে ঠান্ডা বাতাস ঢোকে, সেগুলো দ্রুত পিডব্লিউডি, এইচইডি অথবা নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত করতে হবে। পাশাপাশি রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এছাড়া শীতকালীন রোগের চিকিৎসায় প্রয়োজনীয় নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন ও আইভি ফ্লুইড পর্যাপ্ত মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিশু ও মেডিসিন ওয়ার্ডে নিয়মিত বৈকালিক রাউন্ড বাধ্যতামূলক করার পাশাপাশি রোগীর স্বজনদের স্বাস্থ্য শিক্ষা দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রতিদিন হাসপাতালের সার্বিক পরিস্থিতির প্রতিবেদন এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। নির্দেশনাগুলো বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিআলো/শিলি



