শীতে স্মার্টফোনের ব্যাটারি দুর্বল হওয়ার কারণ ও সমাধান
বিআলো ডেস্ক: শীতকালে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের জন্য পরিচিত সমস্যা। তবে এটি ফোন পুরোনো হওয়ার লক্ষণ নয়, বরং সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি কারণের ফল।
বেশিরভাগ স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি ঠান্ডা তাপমাত্রায় স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। তাপমাত্রা কমলে ব্যাটারির ভেতরের ইলেকট্রোলাইট ঘন হয়ে যায়, ফলে আয়নের চলাচল ধীর হয় এবং ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়।
বিশেষজ্ঞদের মতে, শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যাটারির ক্ষমতা ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। অ্যাপল ও স্যামসাং উভয়ই জানিয়েছে, ঠান্ডায় ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে এবং চার্জ দ্রুত ফুরিয়ে যায়।
শীতকালে ব্যাটারি ভালো রাখতে ফোন চার্জ দেওয়ার আগে ঘরের তাপমাত্রায় আনুন, পকেটে বা কভারে রাখুন এবং খুব ঠান্ডা অবস্থায় চার্জ দেওয়া এড়িয়ে চলুন। উষ্ণ পরিবেশে ফিরলে ব্যাটারি আবার স্বাভাবিকভাবে কাজ করে।
বিআলো/শিলি



